চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৬
অ- অ+

চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের।২০১৭ সালের পর আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার সৌভাগ্য হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। তবে টুর্নামেন্টের দিন যত ঘনিয়ে আসছে তত ক্রিকেটারদের চোটের মিছিল লম্বা হচ্ছে।

জাসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, আনরিখ নরকিয়ারা এরই মধ্যে ছিটকে পড়েছেন টুর্নামেন্ট থেকে। এবার ধাক্কা খেল আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছে তাদের রহস্য স্পিনার।

আল্লাহ মোহাম্মদ গাজানফার, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বিস্ময় উপহার দিয়ে যাচ্ছেন। তরুণ এই রহস্য স্পিনারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি দারুণ একটা মঞ্চ হতে পারত। কিন্তু ইনজুরি আর তা হতে দিলো কই! ইনজুরিতে যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন গজনফর।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুজিব-উর রহমানকে পেছনে ফেলে দলে জায়গা করে নিয়েছিলেন গাজানফার। কিন্তু এল-৪ কশেরুকায় চোট পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানায়, 'এএম গাজানফার এল-৪ কশেরুকায়, বিশেষ করে বাঁ দিকের পার্স ইন্টারআর্টিকুলারিসে চোত পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন।'

আফগানিস্তানের সাম্প্রতিক জিম্বাবুয়ে সফরে তিনি এই চোত পেয়েছেন বলে জানিয়েছে এসিবি। চিকিৎসার জন্য কমপক্ষে ৪ মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলেও জানিয়েছে এসিবি।

বাঁহাতি স্পিনার নাঙ্গেয়াইলিয়া খারোতে গাজানফারের জায়গায় দলে জায়গা পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রিজার্ভ দলে ছিলেন এই বাঁহাতি।

১৮ বছর বয়সী গাজানফারের জন্য এই ইনজুরি বড় একটা ধাক্কা হয়ে এলো। আইপিএলের মেগা নিলামে তাকে ৪.৮ কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। আগামী ২১ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টেও খেলা হচ্ছে না গাজানফারের।

গাজানফার অনেকটা সৌভাগ্যের কারণেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন। মুজিব উর রহমানের ইনজুরি তার সামনে জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল। মুজিব জিম্বাবুয়ে সফরের পর থেকেই জাতীয় দলের বাইরে। এসএটি-২০ এর এবারের মৌসুমের পুরোটা তিনি পার্ল রয়্যালসের হয়ে খেলেছেন। তবে পূর্ববর্তী ইনজুরি থেকে তিনি পুরোপুরি সেরে ওঠেননি বলেই ধারণা করা হচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান চার স্পিনার নিয়ে যাচ্ছে। তারা হলেন–রশিদ খান, নূর আহমাদ, মোহাম্মদ নবি এবং খারোতে। এদের মধ্যে খারোতে গত বছর নভেম্বরে শারজাহ'য় বাংলাদেশের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছেন।

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করল মাইক্রোসফট
২ ঘণ্টা পর রানওয়ে থেকে সরানো হলো সেই বিমান 
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা, ৬ জনকে আটক করেছে র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা