চ্যাম্পিয়ন্স ট্রফিতে আট দলের চূড়ান্ত স্কোয়াডে কারা আছেন দেখে নিন একনজরে

ফুরাতে চলেছে অপেক্ষার প্রহর। চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের।২০১৭ সালের পর আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার সৌভাগ্য হচ্ছে ক্রিকেটপ্রেমীদের।
পাকিস্তানের মাটিতে এই টুর্নামেন্ট দিয়েই দীর্ঘদিন পর আইসিসির কোনো বড় ইভেন্ট আয়োজিত হতে যাচ্ছে। ৮ দলের এই টুর্নামেন্টের চূড়ান্ত দল ঘোষণার শেষদিন ছিল গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)। ইনজুরি, অবসর আর নাম প্রত্যাহারের মিছিলে শেষ দিনে অস্ট্রেলিয়া দলে এসেছে বড় পরিবর্তন।
চূড়ান্ত দল ঘোষণার দিনে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন জাসপ্রিত বুমরাহ। ইনজুরির কারণে বেশ কিছু বড় নামকে দেখা যাবে না এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই ইনজুরির মিছিলে নাম লিখিয়েছেন বড় কিছু নাম। ইনজুরির কারণে এই সময়ের সবচেয়ে বড় দুই ফাস্ট বোলারকেই দেখা যাবে না এবারের আসরে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের পর ভারতের জাসপ্রিত বুমরাহও ছিটকে গেছেন। এই তালিকায় আছেন আরেক অজি তারকা জশ হ্যাজেলউডও। দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া, জেরাল্ড কোয়েতজি, ইংল্যান্ডের জ্যাক বেথেল, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, পাকিস্তানের সাইম আইয়ুবরাও ইনজুরির কারণে খেলছেন না এই টুর্নামেন্টে।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। প্রাথমিকভাবে ঘোষিত দলের পাঁচজনকেই চূড়ান্ত দলে পাচ্ছে না দুইবারের চ্যাম্পিয়নরা। ইনজুরির কারণে কামিন্স, হ্যাজেলউড, মার্শ ছিটকে যাওয়ার পর আকস্মিক অবসরের ঘোষণা দেন স্টয়নিস। সবশেষ গতকাল শেষ দিনে নাম প্রত্যাহার করেছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্কও।
ধাক্কা খেয়েছে ভারতও। বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে পাওয়া চোট তাকে ছিটকে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও। এছাড়া চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন যশস্বী জয়সওয়ালও।
এক নজরে ৮ দলের চূড়ান্ত স্কোয়াড:
গ্রুপ 'এ'
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রিশভ পন্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী।
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নহিদ রানা।
নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারেল মিচেল, উইল ও'রুর্কি, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।
পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, তাইয়্যব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, আগা সালমান, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ ও শাহিন আফ্রিদি।
গ্রুপ 'বি'
আফগানিস্তান: হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সাদিকুল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নূর আহমাদ, নাঙ্গিয়াল খারোতে, ফজলহক ফারুকি, ফরিদ মালিক, নাভিদ জাদরান।
রিজার্ভস: দারউইশ রাসুলি, বিলাল সামি।
ইংল্যান্ড: জশ বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, ব্রেইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
অস্ট্রেলিয়া: স্টিভ স্মিথ (অধিনায়ক), সিন অ্যাবোট, অ্যালেক্স ক্যারি, বেন দারসুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সঙ্ঘ, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা।
রিজার্ভ: কুপার কনলি
দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ইউয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রিস শামসি, ত্রিস্টান স্ট্যাবস, রাসি ফন ডার ডুসেন ও করবিন বশ্চ।
রিজার্ভ: কিওয়েনা মাফাকা
(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন