শত্রুতার জেরে খামারের ১২০০ মুরগি নিধন!

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০
অ- অ+

শত্রুতার জেরে দিনাজপুরের হিলিতে এক রাতে একটি খামারে প্রায় ১২০০ মুরগি মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে হাকিমপুর উপজেলার হিলির দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ পাড়ায়) নোমান মুন্না দুই ভাইয়ের খামারে এ ঘটনা ঘটে।

খামারটিই ছিল তাদের একমাত্র আয়ের উৎস। খামারের মুরগি হারিয়ে এখন তারা প্রায় নিঃস্ব। ক্ষতিগ্রস্ত খামারটি পরিদর্শন করেছেন হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম।

খাদ্যের সঙ্গে বিষাক্ত কোনো কিছু মিশিয়ে তা খাওয়ানোর কারণে এসব মুরগির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা এই কর্মকর্তার।

খামারি লোমান মুন্না জানান, দুই ভাইয়ের খামারে ছিল ১৫ দিন বয়সের প্রায় হাজার পোল্ট্রি মুরগি। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত খামারে মুরগিগুলো সুস্থ দেখেছেন খামার শ্রমিকরা। শুক্রবার সকাল আটটায় খামার শ্রমিক গিয়ে দেখতে পান প্রায় সব মুরগি মরে পড়ে আছে।

দীর্ঘদিন ধরে এই খামার করেই জীবিকা নির্বাহ করে আসছেন এই দুই ভাই। রাতারাতি মুরগিগুলোর মৃত্যুতে তাদের মাথায় হাত পড়েছে।

এই খামারে অনেক দিন ধরে কাজ করছেন মোকাররম। এখানে কাজ করেই তার সংসার চলে। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যার পর থেকে কয়েকবার মুরগিকে খাদ্য-খাবার দিয়েছি। আমি রাত পর্যন্ত একটি মুগিও অসুস্থ দেখিনি। আজ সকালে খামারে গিয়ে দেখি প্রায় সব মুরগি মরে পড়ে আছে। তখন এলাকাবাসী সহ খামার মালিককে খবর দেই।’

এলাকাবাসী রফিকুল ইসলাম বলেন, ‘নোমান মুন্না দুই ভাই দীর্ঘদিন ধরে মুরগি খামার করে জীবিকা নির্বাহ করে আসছে। আজ ভোররাতে কে বা কারা তাদের খামারের মুরগিগুলো ধ্বংস করেছে। আমি এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

খামারী মুন্না বলেন, ‘আজ সকালে খবর পেয়ে গিয়ে দেখি আমার খামারের প্রায় সব মুরগি মরে পড়ে আছে। রাতে খামারের সব পর্দা ফেলানো ছিল। সকালে বেশ কয়েক জায়গার পর্দা উঠানো দেখি। পর্দার পাশে বিষের গন্ধ এবং এই পাশের সব মুরগি মারা গেছে। আমার এত বড় ক্ষতি কে করল! আমি এর বিচার চাই।’

মুন্নাপ আরও বলেন, ‘আমাদের দুই ভাইয়ের সঙ্গে কয়েকজনের শত্রুতা রয়েছে। ধারণা করছি, তারাই জঘন্য কাজ করেছে।’

এ বিষয়ে হাকিমপুর (হিলি) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, ‘সকালে খামারি খবর দিলে আমি আমার সহকারীকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসি। মৃত মুরগির পোস্টমর্টেম করি। তাদের শরীরে কোনো রোগের আলামত পাইনি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে বিষাক্ত কিছু প্রয়োগ করা হয়েছে। আমরা ঢাকায় এর আলামত পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পাঠাব।’

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ. লীগকে ৫ আগস্ট দেশের জনগণ নিষিদ্ধ করেছে: আবু হানিফ 
ধানমন্ডিতে মিছিলের চেষ্টা, মহিলা লীগের নেত্রীসহ আটক ৩
বার্সেলোনায় যোগদানের সম্ভাবনা ছিল হামজার, ব্রিটিশ গণমাধ্যম
মোদি সরকারের বিরুদ্ধে মামলা করলো ইলন মাস্কের ‘এক্স’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা