শাহরাস্তি পৌর আ.লীগের সভাপতি জুয়েল বিমানবন্দরে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫১
অ- অ+

চাঁদপুরের শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলকে (৪৫) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার তথ্য নিশ্চিত করেন।

জুয়েলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।

জুয়েল শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির নজিবুল হক চৌধুরীর ছেলে। ২০২২ সালের নভেম্বরে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

স্থানীয়রা জানায়, এর আগে উপজেলা যুবলীগের আহ্বায়ক থাকাকালীন জুয়েলের বিরুদ্ধে ডাকাতিয়া নদীর বালূ উত্তোলন উন্নয়নমূলক প্রকল্পে টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, গ্রেপ্তার জুয়েল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। তার নামে মামলা থাকায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাউফলে উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর চিরকুট লিখে আত্মহত্যা
মাগুরায় আছিয়ার বাড়িতে জামায়াত  আমির
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি বাচ্চু, সম্পাদক দুলাল
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করলেন গুতেরেস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা