ভুট্টাখেতে রক্তমাখা লাঠি-দড়ি-মুঠোফোন, রহস্য উন্মোচনে পুলিশ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৩
অ- অ+

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভুট্টাক্ষেত থেকে রক্তমাখা লাঠি-দড়ি, বোতল ভর্তি পেট্রোল, মুঠোফোনসহ সিম উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনায় কোনো মরদেহ উদ্ধার করা হয়নি। পুলিশ আলামত দেখে ধারণা করছে এগুলো কোনো হত্যাকাণ্ডের আলামত।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার কাটলা ইউনিয়নের পলিখিয়ার মামুদপুর ফুলডাঙ্গা মাঠে এসব আলামত পাওয়া যায়।

কাটলা ইউনিয়নের খিয়ার মামুদপুর পাঠানচড়া (ফুলডাঙ্গা) এলাকায় আঞ্চলিক সড়কের উত্তর পাশে একটি ভুট্টাক্ষেতের অদূরে কাজ করতে যান স্থানীয় কয়েক ব্যক্তি। তারা সেখানে বেশ কিছু ভুট্টার গাছ ভাঙা অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে রক্তমাখা বাঁশের লাঠি, সিমসহ একটি মুঠোফোন দেখতে পান। পাশেই রক্তমাখা একটি দড়ি দুই বোতল পেট্রল পাওয়া যায়।

এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে দুপুরে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা বাঁশের লাঠি, ভুট্টাক্ষেতে পড়ে থাকা রক্তের নমুনা, একটি বোতাম, সিমসহ মুঠোফোন এবং পাকা সড়কের পাশ থেকে রক্তমাখা নাইলন দড়ি জব্দ উদ্ধার করে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার বেশ কয়েকজন জানান, গতকাল শুক্রবার রাতে ঘটনাস্থলের কাছে পূর্ব-দক্ষিণ মাধুপুর জামে মসজিদের উদ্যোগে একটি ইসলামী মাহফিল হয়। মাহফিল চলাকালে দক্ষিণ মাধুপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় মুঠোফোনে ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতি হয়। ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে ভুট্টাক্ষেতে হত্যাকাণ্ডের পরে লাশ গুম করা হতে পারে বলে সন্দেহ করছেন তারা।

ওসি মমতাজুল হক বলেন, গ্রামবাসীর দেওয়া তথ্যে ভুট্টাক্ষেত থেকে রক্তমাখা লাঠি পাশের পাকা সড়কে রক্তমাখা দড়ি, সিমসহ মুঠোফোন, দুই বোতল পেট্রলসহ বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা