শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা,  ভাঙ্গারি দোকানে বিক্রি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৫
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাই করতে চালক মো. ফালানকে (২৮) হত্যা করে বনের ভেতর ফেলে যায় হত্যাকারীরা। পরদিন অটোরিকশাটি ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে ২৮ হাজার টাকায় বিক্রি করে দেয় তারা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাজীপুর কার্যালয় গণমাধ্যমকে এসব তথ্য জানায়।

ঘটনায় চার আসামিকে পৃথক দিনে গ্রেপ্তার করা হয়। তাদের জবানবন্দি তদন্তে এসব তথ্য জানতে পারে পিবিআই।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি গাজীপুরের শ্রীপুরের বেলতলি গ্রামের জোড়পুকুর এলাকায় একটি বনের ভেতরে মো. ফালানের লাশ পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার কংশেরকুল গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সাগর (২২), টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জুনকাই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. শাহিন (২০), ময়মনসিংহের কোতোয়ালি থানার বনপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. শুক্কুর আলী (৪৪) একই উপজেলার সোনাখালী গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে আরিফ হোসেন (১৮)

নিহত অটোচালক মো. ফালান ময়মনসিংহের পাগলা থানার চাইরবাড়িয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।

পিবিআই জানায়, আসামিরা জবানবন্দিতে বলেন, গত ফেব্রুয়ারি রাতে মাওনা চৌরাস্তা থেকে তারা ফালানের অটোরিকশাটি ভাড়া করেন। তারা বারোতোপার পাশে বেলতলীর জোড়পুকুর এলাকায় চালক ফালানের হাত-পা বেঁধে অটোরিকশাটি ছিনতাই করেন। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর বনের ভেতর ফেলে যান তারা। পরদিন অটোরিকশাটি এক ভাঙ্গারি দোকানে ২৮ হাজার টাকায় বিক্রি করে দেন।

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা তাদের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অটোরিকশা ছিনিয়ে নিতেই ওই চালককে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা