পল্লবীতে আলী আকবর হত্যা মামলার এজাহারনামীয় চার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২১
অ- অ+

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর আলী আকবর হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহন মিয়া (৬৫), রানা (২২), ফয়সাল (১৯) ও পিয়ারা বেগম (৫৫)।

শনিবার রাতে সাভারের শাহীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পল্লবীর বাউনিয়াবাধ মনিপুরি পাড়া এলাকায় মোহন, রানা, ফয়সাল, পিয়ারা ও তাদের সহযোগীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করে আলী আকবরকে গুরুতর আহত করে। পরবর্তীতে গুরুতর আহত আলী আকবরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আলী আকবরের বড় বোন বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা সূত্রে আরও জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সাভারের শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় মোহন, রানা, ফয়সাল ও পিয়ারাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
দেশের ৭টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভোলায় সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধূকে ‘ধর্ষণ’
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা