বান্দরবানে গলায় ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা

বান্দরবান প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩
অ- অ+
ফাইল ছবি

বান্দরবানে গলায় ফাঁস দিয়ে রুম্পা দাশ (৩০) নামে এক নারী কনস্টেবল আত্মহত্যা করেছেন। রবিবার দিনগত গভীর রাতে শহরের বনরূপা পাড়া এলাকায় ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

নিহত রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন। তার স্বামী কনস্টেবল সৌরভ দাশ ঢালী (৩২) বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন। রুম্পা দাশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামীসহ দুই শিশু বাচ্চাকে নিয়ে শহরের বনরূপা পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন রুম্পা-সৌরভ দম্পতি। প্রতিদিনের মতো রবিবার রাতে খাবার খেয়ে স্বামী সৌরভ দাশ সন্তানদের নিয়ে এক রুমে ও রুম্পা দাশ আলাদা রুমে ঘুমাতে যান।

পরে তার দুই শিশু বাচ্চাসহ স্বামী ঘুমিয়ে পড়লে কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুম্পা দাশ। পরদিন সকালে স্বামী ঘুম থেকে উঠে ডাকাডাকি করলে দরজা না খুললে সন্দেহ হলে দরজা ভেঙে রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, রম্পা দাশ বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বিস্তারিত ময়নাতদন্ত শেষে জানা যাবে।’

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা