প্রিমিয়ার ব্যাংক গুলশান সার্কেল ২ শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৪| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৮
অ- অ+

বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত গুলশান সার্কেল ২ শাখা উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ, উপব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান সার্কেল-২ শাখার প্রধান নিয়ামত উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এবং দিলকুশা শাখার প্রধান আবদুল কাইয়ুম চৌধুরী; ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগ প্রধান মো. তারেক উদ্দিন, মিথিলা টেক্সটাইলের চেয়ারম্যান আজহার খান, পূর্বাচল এপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন, ডেনিম এক্সপার্ট লিমিটেডের পরিচালক মহিউদ্দিন রুবেলসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন, 'টেকসই ব্যাংকিং ও আস্থা অর্জনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক। আমরা গ্রাহক সেবা ও সন্তুষ্টি অর্জনের জন্য নিত্যনতুন প্রোডাক্ট চালুর মাধ্যমে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।'

উদ্বোধন হওয়া স্থানান্তরিত গুলশান সার্কেল ২ শাখা ঢাকার গুলশান অ্যাভিনিউ ১০৯ রোডের সিম্পল ট্রি জিএসআর এর দ্বিতীয় তলায় পুরোদমে ব্যাংকিং সেবা চালু হয়েছে।

(ঢাকা টাইমস/১৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের মাউন্দে নদীতে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-কার্তুজ জব্দ
রাজধানীতে র‌্যাব-২ এর অভিযান: হত্যাকাণ্ড, অপহরণ ও ভাইরাল অস্ত্রধারী যুবক গ্রেপ্তার
সালথায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ইশরাকের প্রতিদ্বন্দ্বী হয়ে মেয়র হতে চান হিরো আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা