দুই দিনের ‘সনি-স্মার্ট আই কেয়ার ক্যাম্প’-এ সেবা পেয়েছেন ২ হাজার রোগী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫
অ- অ+

লক্ষ্মীপুরের রামগঞ্জে জনকল্যাণমূলক সংগঠন স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনে ২ হাজারেরও বেশি রোগী পেয়েছেন বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন সেবা। বাংলাদেশে জাপানের সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) এবং বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল-এর সহযোগিতায় রবিবার ও সোমবার (১৬ ও ১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ‘সনি-স্মার্ট আই কেয়ার ক্যাম্প’ নামে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচি।

আয়োজকেরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগত রোগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। এছাড়াও বাছাইকৃত রোগীদের জন্য রয়েছে ঢাকায় যাতায়াত এবং হাসপাতালে থাকা-খাওয়ার ব্যবস্থাসহ ফ্যাকো পদ্ধতিতে বিদেশি সফট লেন্স ব্যবহার করে ব্যথামুক্ত, সেলাইবিহীন ও রক্তপাত ছাড়া বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা।

‘দৃষ্টি আপনার, দায়িত্ব আমাদের! ঝকঝকে দেখুন, সনি-স্মার্ট-এর সাথে!!’ --- এই স্লোগানে রবিবার সকালে চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচির উদ্বোধন করেন স্মার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুর উদ্দিন ভূঁইয়া, রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, সনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসাইন, বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল-এর মহাব্যবস্থাপক মুহাম্মদ কামরুল ইসলাম সানজিদ, এবং সনি-স্মার্ট উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘সম্পূর্ণ জনকল্যাণমূলক একটি সংস্থা ‘স্মার্ট ফাউন্ডেশন’। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য আমার জন্মভূমি রামগঞ্জ, লক্ষ্মীপুরের মানুষের জীবনমানের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। আপনারা জানেন, আমরা স্মার্ট ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে এ সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তা বাস্তবায়নের পথে হাঁটছি। অতীতেও নানা ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি, বিশেষ করে প্রতিবছর তুরষ্ক থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এসে এ অঞ্চলের শিশুদের জন্য বিনামূল্যে আধুনিক প্রযুক্তির সুন্নতে খৎনার ব্যবস্থা করছি আমরা। এরই ধারাবাহিকতায় আমরা দুই দিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচি আয়োজন করেছি। সামনের দিনে আরও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিতে চাই আমরা। সবার সহযোগিতায় সবাই মিলে বাংলাদেশ, বিশেষ করে আলোকিত আর সমৃদ্ধ লক্ষ্মীপুর গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই আমরা।’

(ঢাকা টাইমস/১৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের মাউন্দে নদীতে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-কার্তুজ জব্দ
রাজধানীতে র‌্যাব-২ এর অভিযান: হত্যাকাণ্ড, অপহরণ ও ভাইরাল অস্ত্রধারী যুবক গ্রেপ্তার
সালথায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ইশরাকের প্রতিদ্বন্দ্বী হয়ে মেয়র হতে চান হিরো আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা