আ.লীগ ছাড়াও একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে: সোহেল

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৩
অ- অ+

আওয়ামী লীগ ছাড়াও একটি দল বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এসময় তিনি তাদেরকে ভালো হওয়ার পরামর্শ দেন। সোহেল বলেন, আন্দোলনের স্বার্থে সংগঠনের নাম ব্যবহার না হলেও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পরতে পরতে বিএনপি ও অঙ্গসংগঠনের অংশগ্রহণ ছিল।

সোমবার বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শাখার বিএনপির ত্রি-বাষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আর আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, যারা এক কোটি তরুণকে ভোট দিতে বাধা দিয়েছে, এদেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে, তাদের ভোটের অংশগ্রহণের অধিকার নেই। ইয়াহিয়া খানের সাথে শেখ হাসিনার কোনো পার্থক্য নেই বলে দাবি করে সোহেল বলেন, ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে না।

এসময় কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দসহ দলীয় নেতারা বক্তব্য দেন।

(ঢাকা টাইমস/১৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা