চ্যাম্পিয়ন্স ট্রফি: হার দিয়ে আসর শুরু পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৭| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৫
অ- অ+

আট বছর পর অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল আয়োজক পাকিস্তান । যেখানে হার দিয়ে আসর শুরু করল মোহাম্মদ রিজওয়ানের দল। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর উড়তে থাকা কিউইরা এই ম্যাচে ৬০ রানের বড় জয়ে সেমির সমীকরণ সহজ করল।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচিতে উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। যার ফলে নিউজিল্যান্ড তুলে নিয়েছে ৬০ রানের জয়।

বড় লক্ষ্য তাড়া করার ম্যাচে পাকিস্তানের হয়েওপেনিংয়ে নামেন বাবর আজম ও সৌদ শাকিল। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। ১৯ বলে মাত্র ৬ রান করেই উইলিয়াম ও'রর্কের শিকার হয়ে সাজঘরে ফিরে যান সৌদ শাকিল। তার বিদায়ে ৮ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান।

সৌদ শাকিলের বিদায়ের পর জুটি গড়েন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে বেশিদূর এগোনোর আগে এই জুটিকে থামিয়ে নিউজিল্যান্ডকে স্বস্তি এনে দেন উইলিয়াম ও'রর্কে। তার দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে যান মোহাম্মদ রিজওয়ান। আউট হওয়ার আগে করেন ১৪ বলে ৩ রান। তার বিদায়ে ভাঙে ১৪ রানের জুটি।

মোহাম্মদ রিজওয়ান ফিরে গেলে ফখর জামানকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন বাবর আজম। এই জুটিতে ভর করে ঘুরে দাড়ানোর চেষ্টা করে পাকিস্তান। থীতু হয়েও আজ নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন ফখর জামান। ৪১ বলে ২৪ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ভাঙে ৪৭ রানের জুটি।

এরপরেই ক্রিজে আসেন সালমান আগা। তাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরে রাখেন বাবর আজম। একপ্রান্ত আগলে রেখে কিউইদের বিপক্ষে ৮১ বলে অর্ধশতক তুলে নেন বাবর। ওয়ানডে ক্যারিয়ারের ৩৫ তম অর্ধশতক।

বাবরের পর অর্ধশতকের পথে ছিলেন সালমান আগা। সালমান আগা এদিন ব্যাটিং করেছেন কিছুটা টি-টোয়েন্টি মেজাজে। ২৮ বলে ৪২ রান করে নাথান স্মিথের বলে ব্রেসওয়েলের হাতে ক্যাচ হয়ে ফেরেন এই ব্যাটার।

তাহির ফেরেন ১ রান করেই। স্যান্টনারের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার। এক প্রান্ত আগলে রেখে এগোতে থাকা বাবর আজমকে থামান স্যান্টনার। ৯০ বলে ৬৪ রান করা বাবর আউট হন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে।

শাহীন আফ্রিদি ১৩ বলে করেন ১৪ রান। অন্যদিকে একাই দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন খুশদিল শাহ। তবে তাকে শেষ পর্যন্ত থামতে হয়েছে ৬৯ রানে। ও’রোর্কের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ব্রেসওয়েলের হাতে ধরা পড়েন এই ব্যাটার।

এরপর ১০ বলে ১৯ রান করে ফেরেন হ্যারিস রউফ। নাসিম শাহ আউট হন ১৫ বরে ১৩ রান করে। শেষ পর্যন্ত ১৬ বল বাকি থাকতে ২৬০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার ও ও’রোর্কে নেন ৩টি করে উইকেট।

এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচির গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে জোড়া সেঞ্চুরি তুলে নেন উইল ইয়াং ও টম লাথাম। অর্ধশতক তুলে নিয়েছেন গ্লেন ফিলিপসও। জোড়া শতকও এক অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা