খিলগাঁওয়ে স-মিলের আগুন ছড়িয়ে পড়েছে আশপাশে, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর খিলগাঁও তালতলা বাজার এলাকায় একটি স-মিলে আগুন লেগেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনটি স-মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর আসে খিলগাঁওয়ে স-মিলে আগুন লেগেছে। এ খবরে প্রথমে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ও পরে আরও সাত ইউনিট পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন