বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। গুরুত্বর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত একজন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকার বগুড়া - নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বানিয়া দীঘি এলাকার সাইফুল ইসলামের ছেলে শাফিকুল ইসলাম (৪২), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মোজাহার আলী(৬০) ও আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মৃত মুনছুর আলীর ছেলে শহিদুল ইসলাম(৬০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী কাহালুর উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকার এবিসি টাইল্স ফ্যাক্টরীর কয়েকজন কর্মচারী কাজ শেষে ব্যাটারী চালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে ভ্যানের এক্সেল ভেঙ্গে গিয়ে রাস্তার ওপরে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি গরু বোঝাই ট্রাক ওই ভ্যানের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন দুর্ঘটনায় আহত অপর তিন জনকে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত কাহালু উপজেলার ডিপুইল গ্রামের ভ্যান চালক ময়েন আলী(৫২) ও চৌমুহনী বানিয়া দীঘির আতিক হাসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত চৌমুহনীর বানিয়া দীঘির মোজাহার হোসেন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ট্রাকটি ঘটনার পরপরই পালিয়েছে, তাই আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/জেবি/এমআর)

মন্তব্য করুন