ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখাচ্ছেন সাকিব

দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। বাংলাদেশের বড় বড় তারকা ক্রিকেটাররা খেলে থাকেন ডিপিএলে। আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। আসন্ন আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান।
এবার আসর শুরুর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি)এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। যে কারণ আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। সেই তালিকায় বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
দলটি ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। শনিবার অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলবদল নিশ্চিত করতে ছবিও পাঠিয়েছেন সাকিব।
এ ছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবরা দলটির জার্সি গায়ে জড়ানোর কথা রয়েছে। আসন্ন ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জ অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলিকে। দলের একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দলবদল করেছেন জাতীয় দলের আরও কয়েকজন সাবেক-বর্তমান ক্রিকেটার। নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, লিটন দাস, সাদমান ইসলাম এবং ইমরুল কায়েসদের নাম রয়েছে এই দলবদলে।
প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসানও তীব্র রোষানলে পড়েন। একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে চেক প্রতারণার একটি মামলায় গত ১৯ জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর বাইরেও ক্রিকেট সমর্থকদের একটি অংশ সাকিবকে যেন দেশে খেলার সুযোগ না দেওয়া হয় এই দাবিতে আন্দোলন করে আসছেন। যে কারণে মিরপুরে টেস্ট থেকে অবসর কিংবা বিপিএল কোথাও–ই আসা হয়নি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের।
(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন