কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে এক পা ভারতের

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যতোটা বেশি কথার লড়াই আর উত্তেজনা দেখা যায়, মাঠের লড়াইয়ে তার ছিটেফোঁটাও পাওয়া যায় না। এবার আরও একপেশে ম্যাচ দেখলেন ক্রিকেটপ্রেমীরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের দেখায় একচ্ছত্র আধিপত্যের কাছে যেন অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের।
ম্যাচে ৪৫ বল হাতে রেখে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল রোহিত শর্মার দল। অন্যদিকে কাগজে-কলমে টিকে থাকলেও বিদায়ের পথেই পাকিস্তান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুবাইতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন সৌদ শাকিল। জবাবে খেলতে নেমে ৪২ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। অপরাজিত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।
এই জয়ে 'এ' গ্রুপ থেকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ভারত। আসরে নিজেদের দুই ম্যাচের দুটোতেই জিতেছে রোহিত শর্মার দল।
অন্যদিকে, পাকিস্তান এই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেছে। আসরে নিজেদের ২ ম্যাচের দুটোতেই হেরেছে তারা। কাগজে-কলমে এখনও টিকে থাকলেও বাস্তবতার নিরিখে খুব একটা আশা নেই মোহাম্মদ রিজওয়ানদের।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল রোহিত শর্মা ও শুভমান গিল। তবে ইনিংস বড় করতে পারেননি রোহিত। ১৫ বলে ২০ রান করে বোল্ড আউট হন এই তারকা ব্যাটার। তবে গিলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি।
৫২ বলে ৪৬ রান করে গিল আউট হলেও ৬২ বলে ফিফটি তুলে নেন কোহলি। তাকে যোগ্য সঙ্গে দেন শ্রেয়াস আইয়ার। ৬৩ বলে ফিফটির দেখার পান এই তরুণ ব্যাটার। তবে ৫৬ রান করতে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ৬ বলে ৮ রান তাকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া।
তবে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বার প্রান্ত পৌঁছে যায় কোহলি। ৪২তম ওভার শেষে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৪ রান, আর সেঞ্চুরি জন্য কোহলির প্রয়োজন ছিল ৫ রান। প্রথমে দুটি সিঙ্গেল নেওয়ার পর তৃতীয় বলে বাউন্ডারি হাকিয়ে দলকে জয়ে এনে দেওয়ার পাশাপাশি নিজের সেঞ্চুরি তুলে নেন কোহলি।
পাকিস্তানের হয়ে দুই উইকেট শিকার করেন হারিস রাউফ। এ ছাড়াও আবরার আহমেদ ও খুশদিল শাহ একটি করে উইকেট নেন।
এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাঁচা-মরার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে নেমেছিল পাকিস্তান। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে মোহাম্মদ রিজওয়ানের দল। তবে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের বোলিং তোপে আসা যাওয়ার মিছি পাকিস্তানের ব্যাটাররা। তবে তাদের মধ্যে ব্যতিক্রম ছিলেন সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান ও খুশদিল শাহ। তাদের ব্যাটে ভর করে ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন সৌদ শাকিল। ভারতের হয়ে ৪০ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার কুলদীপ যাদব।
(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন