কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযান

কুয়াকাটায় ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি আটক

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩০| আপডেট : ০১ মার্চ ২০২৫, ১১:৪৬
অ- অ+

পটুয়াখালীর কুয়াকাটায় কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে সমুদ্রপথে মাদক পাচারকালে চার লাখ পিস ইয়াবাসহ ১৬ জনকে আটক করা হয়েছে।

বুধবার রাত ৮টা হতে বৃহস্পতিবার মধ্যরাত ১টা পর্যন্ত কোস্ট গার্ড ও র‌্যাবের সমন্বয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেম্বুর বন এলাকায় একটি যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০) এবং খলিল আহম্মদ (৩৯)।

শুক্রবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে অংশ হিসেবে বুধবার রাত ৮টা হতে বৃহস্পতিবার মধ্যরাত ১ টা পর্যন্ত কোস্ট গার্ড ও র‌্যাবের সমন্বয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুর চর এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১ লাখ পিস ইয়াবাসহ ১৬ জন পাচারকারীকে আটক করা হয়। এছাড়া একই অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৩ লাখ পিস ইয়াবাসহ সর্বমোট ৪ লাখ ইয়াবা জব্দ করা হয়।

সিয়াম-উল হক জানান, আটককৃত ইয়াবা পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা।

তিনি বলেন, পরবর্তীতে জব্দকৃত আলামতসহ ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএম/এসএ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যাপক নিরাপত্তায় ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
এনআরবিসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. তৌহিদুল আলম
খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা