জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটকে 'জয় বাংলা' লেখার সময় যুবক আটক

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকের পাশেজয় বাংলালেখার সময় নিসিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। আটক যুবক নিজের নাম তানজিল বলে জানান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিটের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়ার পর তানজিল বলেন, ‘আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি।’

ঘটনার সময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার। তিনি বলেন, ‘ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের রেখে যাওয়া মোবাইল ফোন তাদের ফেরত দিচ্ছিলাম। সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ডান পাশেজয় বাংলা’ লেখার সময় একজনকে আটক করি। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি।‘

বিষয়টি নিশ্চিত করে জবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে থানায় নিয়ে আসি। তাকে মোবাইল টিমের মাধ্যমে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক . মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় আটক ব্যক্তিকে কোতোয়ালি থানা পুলিশের সাথে কথা বলে তাদের কাছে হস্তান্তর করি।’

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা