এনসিসি ব্যাংক এবং কমার্স প্লেক্স ইউকের মধ্যে রেমিট্যান্স বিতরণ চুক্তি

যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, স্বল্প সময় ও সহজতম উপায়ে দেশে বসবাসরত আত্মীয়স্বজনের নিকট পৌঁছানোর লক্ষ্যে সোমবার এনসিসি ব্যাংক পিএলসি. কমার্স প্লেক্স লিমিটেড (সিমপাইসা), ইউকে এর সাথে রেমিট্যান্স চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির মাধ্যমে কমার্স প্লেক্স (সিমপাইসা), ইউকে এর মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপ থেকে পাঠানো রেমিট্যান্সের অর্থ এর সুবিধাভোগগণ এনসিসি ব্যাংক ও এর সহযোগী এনজিও এবং সাব-এজেন্ট এর শাখা হতে উত্তোলন করতে সক্ষম হবে।
(ঢাকা টাইমস/০৪মার্চ/এসএ)

মন্তব্য করুন