এনসিসি ব্যাংক এবং কমার্স প্লেক্স ইউকের মধ্যে রেমিট্যান্স বিতরণ চুক্তি 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৫, ১৬:১৬| আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৬:২৬
অ- অ+

যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, স্বল্প সময় ও সহজতম উপায়ে দেশে বসবাসরত আত্মীয়স্বজনের নিকট পৌঁছানোর লক্ষ্যে সোমবার এনসিসি ব্যাংক পিএলসি. কমার্স প্লেক্স লিমিটেড (সিমপাইসা), ইউকে এর সাথে রেমিট্যান্স চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির মাধ্যমে কমার্স প্লেক্স (সিমপাইসা), ইউকে এর মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপ থেকে পাঠানো রেমিট্যান্সের অর্থ এর সুবিধাভোগগণ এনসিসি ব্যাংক ও এর সহযোগী এনজিও এবং সাব-এজেন্ট এর শাখা হতে উত্তোলন করতে সক্ষম হবে।

এনসিসি ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং সিম্পাইসা, ইউকে এর চীফ স্ট্রাটেজি এন্ড অপারেশন্স্ অফিসার (সিএসও) বাছির নজিম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. জাকির আনাম, মো. মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসভিপি ও হেড অব ট্রেজারী প্রধান মো. জহুরুল করীম চৌধুরী, এসএভিপি ও রেমিট্যান্স এন্ড এনআরবি ব্যাংকিং প্রধান মো. ফরাদুজ্জামান এবং (সিমপাইসা), ইউকে এর কান্ট্রি ম্যানেজার সানজানা ফরিদ ও হেড অব ট্রেজারী সানি দাসসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/০৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা