সরাইলে মহাসড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে সরাইল থানার পুলিশ।
বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠের উল্টা দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের ঝুপের ভেতর থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সরাইল থানার টহল টিম নবজাতক শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে জেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে শিশুটির বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে অবহিত করা হয়েছে।
ওসি আরও বলেন, কোনো দম্পতি এই নবজাতক মেয়েশিশুকে দত্তক নিতে চাইলে সমাজসেবা অফিসের উপ-পরিচালক বরাবর আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে নিঃসন্তান ও সচ্ছল দম্পতি অগ্রাধিকার পাবেন।
(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)

মন্তব্য করুন