সরাইলে মহাসড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ১৪:৪৫
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে সরাইল থানার পুলিশ।

বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠের উল্টা দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের ঝুপের ভেতর থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সরাইল থানার টহল টিম নবজাতক শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে জেলা সমাজসেবা অফিসার প্রবেশন অফিসারকে শিশুটির বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে অবহিত করা হয়েছে।

ওসি আরও বলেন, কোনো দম্পতি এই নবজাতক মেয়েশিশুকে দত্তক নিতে চাইলে সমাজসেবা অফিসের উপ-পরিচালক বরাবর আবেদন করতে পারেন। ক্ষেত্রে নিঃসন্তান সচ্ছল দম্পতি অগ্রাধিকার পাবেন।

(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা