পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে ৯ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৫, ১৩:৫৪| আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৪:৩১
অ- অ+

পল্লবী থানাধীন ১২ নম্বর সেক্টর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইসমাইল হোসেন বিজয় (২৫), মেহেদী হাসান (২৪) ও ইব্রাহিম তালুকদার মিশুক (৩০)।

শনিবার ভোরে পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশন আলীনগরস্থ নলেজিয়াম স্কুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

তিনি জানান, শনিবার ভোররাতে পল্লবী থানাধীন সেকশন-১২ আলীনগরস্থ নলেজিয়াম স্কুলের পাশে নির্মাণাধীন বহুতল ভবনের সামনে কাঁচা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতিকালে ইসমাইল হোসেন বিজয়, মেহেদী হাসান ও ইব্রাহিম তালুকদার মিশুক নামের তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে একটি লোহার তৈরি ছুরি, একটি ডেগার (ছুরি), একটি টিনের তৈরি চাপাতি, একটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস যাচাই করে ইসমাইল হোসেন বিজয়ের বিরুদ্ধে ৯টি মামলা ও মেহেদী হাসানের বিরুদ্ধে একটি মামলা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিধিমোতাবেক আদালতে প্রেরণ করা হবে।

(ঢাকাটাইমস/৯মার্চ/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে: তারেক রহমান
ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি
নাসিরনগরে দুই গোত্রের সংঘর্ষে নিহত ১, আহত ১০
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা