এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

ওয়ানডে ফরম্যাটের ছয়টি ম্যাচ খেলতে আগামী এপ্রিল মাসে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার এক বিবৃতি দিয়ে সফরের সূচি প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
জুনিয়র টাইগারদের সফর শুরু হবে ২৪ এপ্রিল। ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। দুদিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো।
সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। তবে খেলা কখন শুরু হবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি।
আগামী বছরের শুরু দিকে জিম্বাবুয়ে ও নাবিবিয়ায় আসর বসার কথা আছে যুব বিশ্বকাপের। নিজেদের প্রস্তুতির কাজ লংকা সফর থেকেই শুরু করে দিচ্ছেন জুনিয়র টাইগাররা।
(ঢাকাটাইমস/১১ মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন