কেন আনিসুল-সালমান-পলকদের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া, জানালেন পিপি

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তার দল ও সরকারের গুরুত্বপূর্ণ প্রায় সবাই বিদেশে পালিয়েছেন কিংবা আত্মগোপনে আছেন। এর মধ্যে দেশে আত্মগোপন থেকে কিংবা দেশ ছেড়ে পালানোর চেষ্টার সময় অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ অন্তত ৯৩ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, সাবেক আমলা গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে। তাদের মধ্যে আছেন ২৭ জন মন্ত্রী, ছয়জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী, তিনজন উপদেষ্টা, ৪৩ জন সাবেক সংসদ সদস্য ও ১১ জন সাবেক আমলা। এ ছাড়া ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আছেন আরও অনেকে।
আগে আনিসুল, সালমানসহ সাবেক অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিব, মেয়রদের এক হাতে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হতো। কিন্তু গত দুই সপ্তাহ ধরে তাদের বেশ কয়েকজনকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে হাজতখানা থেকে আদালতে তোলা হচ্ছে।
তবে আদালতের কাঠগড়ায় তোলার পর এই আসামিদের পেছনে দুই হাতের একটি থেকে হাতকড়া খুলে ফেলা হয়।
আজ বুধবারও (১২ মার্চ) সাবেক উপদেষ্টা সালমান, সাবেক প্রতিমন্ত্রী পলক, সাবেক মেয়র আতিকুল, সাবেক আমলা মহিবুল হক, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও আরও কয়েকজনকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া বেঁধে আদালতে তোলা হয়।
কেন দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়, এ নিয়ে এত দিন কোনো কথা বলেননি সরকারি কৌঁসুলি। আজ এর ব্যাখ্যা দিলেন পিপি ওমর ফারুক ফারুকী।
ইদানীং সালমান, আনিসুলসহ বেশ কয়েকজন আসামিকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলার বিষয়টি তার নজরে এসেছে জানিয়ে পিপি ওমর ফারুক ফারুকী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) বলেন, মূলত বেশ কয়েকজন আসামি হাজতখানা থেকে আদালতে তোলার সময় হাত উঁচিয়ে চিৎকার করে সরকারবিরোধী বক্তব্য দিতে চান। তারা যাতে এমনটি করতে না পারেন, সে জন্য তাদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হয়।
(ঢাকাটাইমস/১২মার্চ/মোআ)

মন্তব্য করুন