কার্টুন দেখানোর কথা বলে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

টেলিভিশনে কার্টুন দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করেছেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। পুলিশ আমিনুল ইসলাম (৫৫) নামের ওই ব্যক্তিকে আটক করেছে।
এসব তথ্য নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, আটক ব্যক্তিকে আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এক শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
শিশুদের পরিবারের বরাত দিয়ে ওসি মমতাজুল বলেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের দিওড় উত্তরপাড়া গ্রামের মমিনুল ইসলাম প্রতিবেশী সাত বছরের দুজন শিশুকে মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে টেলিভিশনে কার্টুন দেখার প্রলোভন দেখিয়ে হাত ধরে তার বসতঘরের ভেতর নিয়ে যান। পরে ঘরের দরজা-জানালা লাগিয়ে দেয়। একপর্যায়ে দুই শিশুকে বিভিন্ন ধরনের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একজনকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন। এ সময় শিশু দুজন ভয়ে চিৎকার করলে মমিনুল ইসলাম তাদের গলা চেপে ধরেন।
এই বিষয়ে কাউকে কিছু বললে গলা টিপে মেরে ফেলার হুমকি দেন মমিনুল। এ ছাড়া শিশুদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান।
পরে শিশুরা নিজেদের বাড়িতে এসে তাদের মায়ের কাছে ভয়ে কান্নাকাটি করতে থাকে এবং পুরো ঘটনা খুলে বলে। শিশুকে ধর্ষণ চেষ্টার বিষয়টি এলাকায় জানাজানি হলে মমিনুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান। আমিনুল পেশায় একজন ছাগল ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান নামে। স্থানীয় জনতা রাত সাড়ে ১০টায় মমিনুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে শিশু দুজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনায় শিশুদের একজনের বাবা বেলাল হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মমিনুল ইসলামকে আসামি করে থানায় মামলা করেন।
আমিনুলকে আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয় বলে জানান ওসি।
(ঢাকাটাইমস/১২মার্চ/মোআ)

মন্তব্য করুন