বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ১৭:৩৬
অ- অ+

বগুড়ার শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে আলুবোঝাই ট্রাকের ধাক্কায় শাহজাদা খান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ সাইডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাদা খান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে একটু কুয়াশা ছিল। ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ সাইটে শাহজাদা খান রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় আলুবোঝাই একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মোরতোজা নূর বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/১৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা