বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ১৭:৩৬
অ- অ+

বগুড়ার শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে আলুবোঝাই ট্রাকের ধাক্কায় শাহজাদা খান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ সাইডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাদা খান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে একটু কুয়াশা ছিল। ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ সাইটে শাহজাদা খান রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় আলুবোঝাই একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মোরতোজা নূর বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/১৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইনশৃঙ্খলা-অর্থনীতি ভালো, ফেব্রুয়ারিতে সুন্দর নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা.
শাহজালাল বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে ৫ নির্দেশনা
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৭তম সভা অনুষ্ঠিত
উখিয়ায় সরকারি রাস্তা কেটে ফসলি জমি তৈ‌রি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা