চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ১৮:৪২
অ- অ+

চাঁদপুর শহরের কোড়ালিয়ায় লাইনের গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৬ জনের মধ্যে গৃহবধূ খাদিজা আক্তার (৩২) পাঁচদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার দুপুরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

খাদিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমাম হোসেন সরদারের ফুফাত ভাই মাহমুদুল হাসান জীবন।

তিনি বলেন, গত ৯ মার্চ সেহরির সময় শহরের কোড়ালিয়া এলাকায় আমার মামার বাড়িতে গ্যাস লাইন থেকে বিস্ফোরণে পরিবারের ৬ জন দগ্ধ হন। পর্যায়ক্রমে সকলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়। সেখানে আহতদের মধ্যে মামাতো ভাই ইমাম হোসেনের স্ত্রী খাদিজার অবস্থা বেশি আশঙ্কাজনক ছিল। মূলত গ্যাসের চুলা তিনি জ্বালাতে গিয়েছিলেন। ৫ দিন চিকিৎসারত থেকে তিনি মারা যায়। তার মৃত্যুতে পরিবারের অন্য সদস্যরা আরো অসুস্থ হয়ে পড়েছেন।

আত্মীয় বিপ্লব খান জানান, খাদিজার শ্বাসনালিসহ শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। একই পরিবারের ৬ জন দগ্ধ হওয়ায় চিকিৎসার খরচ চালাতে হিমসিম খেতে হচ্ছে। বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এদিকে এই ঘটনায় গত ৯ মার্চ অগ্নিদগ্ধ হন-আব্দুর রহমান সরদার (৭০), তার স্ত্রী শাহানুর বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন সরদার (৪০), বড় ছেলের স্ত্রী খাদিজা আক্তার (৩২), মেজো ছেলের বৌ নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)। বর্তমানে ওই হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন আছেন।

(ঢাকা টাইমস/১৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুবাইয়ে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের জমকালো আয়োজন
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি বাংলাদেশ ব্যাংকের
বদিসহ সেন্টমার্টিনের ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা