রাজধানীর ভাটারায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তারকৃতরা হলেন— আমিন হোসেন (৩০) ও মো. মনির হোসেন (২৬)।
রবিবার রাতে এটিইউএর টহল কার্যক্রমের সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এটিইউএর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
তিনি বলেন, ঢাকা মহানগরে দস্যুতা/ছিনতাই প্রতিরোধে এন্টি টেররিজম ইউনিটের চলমান সমন্বিত টহল কার্যক্রমে এদিন রাতে যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭মার্চ/এলএম/এফএ)

মন্তব্য করুন