নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আমাদের নতুন সময় পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী এবং তাদের তিন সন্তানের নামে থাকা ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। যেখানে বর্তমানে মোট ৬ কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৯৪৪ টাকা জমা রয়েছে।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আদেশ দিয়েছেন।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, ১৬৩ ব্যাংক হিসাবে মোট জমা ছিল ৩৮৫ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার ৮৩৯ টাকা। সেখান থেকে বিভিন্ন সময়ে উত্তোলন করা হয় ৩৭৯ কোটি ৫২ লাখ ৫ হাজার ৭৫ টাকা।
মঙ্গলবার এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আফরোজা হক খান।
আবেদনে বলা হয়েছে, নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ অর্জনপূর্বক উক্ত অর্থের উৎস আড়াল করার নিমিত্তে তার, স্ত্রী ও তিন মেয়ের নামীয় ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা, ৩৭৯ কোটি টাকা উত্তোলন করাসহ অবৈধ ব্যাংকিং চ্যানেলে আনয়ন করে মানিলন্ডারিং করাসহ নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়।
অনুসন্ধানকালে অদ্যাবধি প্রাপ্ত তথ্যাদি ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি, তাদের তিন সন্তান লাবিবা নাঈম খান, আদিভা নাঈম খান, যূলিকা নাঈম খান এবং তার নামীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ১৬টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সর্বমোট ১৬৩টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।
বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট বাক্তিগণ একাউন্টে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে ব্যাংক হিসাবসমূহে রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং তাদের তিন সন্তান লাবিবা নাঈম খান, আদিভা নাঈম খান, যূলিকা নাঈম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
(ঢাকাটাইমস/১৮মার্চ/এজে)

মন্তব্য করুন