মার্চের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ডলার, নতুন রেকর্ডের আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৫, ১৮:৪৫| আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৯:০২
অ- অ+

দেশের পট পরিবর্তনের পর পরই চাঙ্গা হয়ে উঠেছে প্রবাসী আয়ের গতিপথ। সেই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চলতি মার্চে ফেব্রুয়ারিতে ব্যাংকিং চ্যানেলে ২২৫ কো‌টি ২০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২২ হাজার ৭০০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা)। চলমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রেীয় ব্যাংকের তথ্য অনুসারে, চলতি মার্চ মাসের ১৯ দিনে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এ সময়ে প্রতিদিন গড়ে ১১ কোটি ৮৫ লাখ ২৬ হাজার ৩১৫ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা বাংলাদেশি টাকায় প্রায় হাজার ১ হাজার ৪৪৬ কোটি ২১ লাখ ৪৩০ টাকা।এরমধ্যে মাসের প্রথম ১৫ দিনের রেমিটেন্স আসে ১৬৬ কোটি ডলার আর গত চার দিনে এসেছে ৫৯ কোটি ডলার। গত বছর মার্চ মাসের প্রথম ১৯ দিনে ১২৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৭৮.৪ শতাংশ।

এদিকে গত ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ১৯ দিনে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ১৬৬ কোটি ৬৩ লাখ ডলার ও ১২৭ কোটি ৩০ লাখ ডলার। এ হিসাবে মার্চে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

ব্যাংকাররা বলেন, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা পরিবারের ঈদ উদযাপন ও কেনাকাটার জন্য সবসময়ই ঈদের মাসে ব্যাপক রেমিট্যান্স পাঠান। এবারও রেমিট্যান্স যোদ্ধারা সেই ধারা অব্যাহত রেখেছেন। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে আসতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই ২০২৪ থেকে ১৯ মার্চ, ২০২৫ পর্যন্ত সময়ে— প্রবাসীরা ২ হাজার ৭৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ১ হাজার ৬৩৩ কোটি ডলার। সেই হিসাবে, প্রায় ৯ মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৪৪১ কোটি ডলার বা ২৬ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, একক মাস হিসেবে গেল ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় তথা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, গেল মাসে ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলার এসেছিল।

(ঢাকাটাইমস/২০মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা