নির্বাচন-রাজনীতি থেকে আ.লীগকে দূরে রাখতে সরকারকে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১৬:১৩
অ- অ+

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, নির্বাচন এবং রাজনীতি থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে। জনগণ এই ফ্যাসিবাদী শক্তিকে আর দেখতে চায় না।

শুক্রবার গণমাধ্যমে পাঠানে এক বিবৃতিতে এসব কথা বলেন এনডিএম চেয়ারম্যান।

বিবৃতিতে ববি বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর এদেশে এক নবদিগন্তের সূচনা হয়েছিল। ২০১৭ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই দল হিসেবে এনডিএম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকেছে। বিএনপির নেতৃত্বে হাসিনা পতনের একদফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলন করেছে এনডিএম। জুলাই গণঅভ্যুথানেও আমরা রাজপথে রক্ত ঝড়িয়েছি।

তিনি বলেন, ৫ আগস্ট হাসিনার পতনের পর নতুনভাবে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে অভিযোগ দায়ের করে এনডিএম। একইসঙ্গে আমরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বিচারও চেয়েছি৷ দুঃখজনক হলেও সত্য, নতুন খসড়া আইনে এই ট্রাইবুনাল কর্তৃক সংগঠনের বিচার করার এখতিয়ার দেওয়া হয় নাই। তবে আমাদের লড়াই থেমে যায় নাই। আমাদের কথা পরিষ্কার, বাংলাদেশের পবিত্র জমিনে অগণিত ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মী, আলেম-ওলামা, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের রক্ত ঝড়ানো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যেকোনো ‘প্রকল্প’ আমরা রক্তের বিনিময়ে রুখে দিব ইনশাআল্লাহ।

এনডিএম চেয়ারম্যান আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকবে এনডিএম। এখানে কোন ‘ইফস অ্যান্ড বাটস’ নেই। সরকারের ভেতরে বা বাইরে যারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদেরকেই জনগণের মুখোমুখি দাঁড়িয়ে হিসাব দিতে হবে।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইন্ডফুলনেস থেরাপি দূরে করে হাজারো রোগ
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা
চলতি বছরে ডিএনসিসি এলাকায় পাঁচ লাখ গাছ লাগানো হবে, জানালেন প্রশাসক
গরমে পানিশূন্যতা দূর করে আখের রস, কিডনি সুস্থ রাখে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা