রাজবাড়ী থেকে অপহৃত সপ্তম শ্রেণীর ছাত্রী ফরিদপুরে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

রাজবাড়ী সদর এলাকা থেকে অপহৃত সপ্তম শ্রেণীর অপহৃত সপ্তম শ্রেণীর ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আসামির নাম, জাকির (৩২)।
বুধবার বিকালে ফরিদপুরের সালথা থেকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুরের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
বুধবার রাতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান সুমন গ্রেপ্তারের তথ্য জানান।
তিনি জানান, গতকাল দুপুরে নবম শ্রেণী পড়ুয়া ভিকটিম (১৪) স্কুল হতে বাড়ি ফেরার পথে আসামি এস এম জাকির (৩২) অপরাপর আসামির সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় তদন্ত কর্মকর্তার অধিযাচনপত্র পত্রের ভিত্তিতে বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার সালথা থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারনামীয় পলাতক আসামী এস এম জাকিরকে (৩২) গ্রেপ্তারসহ ভিকটিমকে (১৪) উদ্ধার করে।
গ্রেপ্তার আসামি ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএম/এমআর)

মন্তব্য করুন