প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার সকালে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের ফাঁকে হাইনানের কিওনহাইতে বোয়াও স্টেট গেস্ট হাউসে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এসময় জ্বালানি উপদেষ্টা এম ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোর্শেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধান উপদেষ্টা আজ স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন।
হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অধিবেশনে লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং জুয়েক্সিয়াং, বোয়াও ফোরাম এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুনও বক্তব্য রাখবেন।
(ঢাকাটাইমস/২৭মার্চ/এফএ)

মন্তব্য করুন