ঈদুল ফিতরে ৯ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর

সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২৮ মার্চ) থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দরের ম্যানেজার মাইনুল ইসলাম।
তিনি জানান, ‘শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ৯ দিন সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ৬ এপ্রিল (রবিবার) থেকে বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।’
এদিকে সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের ডিপুটি কমিশনার নুর-উদ্দীন মিলন জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে এবং দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা এ পথ দিয়ে যেতে পারবেন।
(ঢাকাটাইমস/২৭মার্চ/এজে)

মন্তব্য করুন