রাজধানীতে পিস্তল, গুলি ও অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৫, ২৩:৫৬
অ- অ+

রাজধানীর কদমতলী ও শ্যামপুর থানা এলাকা থেকে ২টি পিস্তল ১৬ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তাররা হলো- আলাল হাওলাদার (২৪) ও মামুন (৩৬)।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট এলাকায় কতিপয় ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। শ্যামপুর থানার জুরাইন রেলগেট সংলগ্ন জুরাইন টাওয়ারের লাজ ফার্মার সামনে অভিযান চালিয়ে ১টি দেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আলাল হাওলাদারকে এবং একই দিনে দুপুর আড়াইটার দিকে কদমতলী থানার নতুন জুরাইন আলমবাগের জনৈক মুক্তার হোসেনের বাসার নিচতলার বাসায় তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি, চাকু, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ৫টি বাটন মোবাইলসহ মামুনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব বলছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা বেশ কিছুদিন যাবত অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে কদমতলী শ্যামপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সাধারণ নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে শ্যামপুর ও গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা