চট্টগ্রামে ইয়াবা-অস্ত্রসহ আটক ২

চট্রগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৫, ১৫:২৬| আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৫:৪৪
অ- অ+

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ও ৪টি দেশীয় অস্ত্রসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন— মো. ওয়াহিদ হেলাল (২৮) ও জুনাইদুল ইসলাম সামী (২৬)। তারা চট্টগ্রামের আনোয়ারা থানার বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে কর্ণফুলী চ্যানেলের মোহনা থেকে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ও ৪টি দেশীয় অস্ত্রসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত মাদক পাচারকারী, জব্দকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/০৮এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের খনিজসম্পদ চুক্তি স্বাক্ষর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা