বদলানো হলো দুটি থানার নাম

দেশের দুটি থানার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়েছে, টাঙ্গাইল জেলা পুলিশের আওতাধীন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু পূর্ব থানা’ রাখা হয়েছে।
এছাড়া সিরাজগঞ্জ জেলা পুলিশের আওতাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু পশ্চিম থানা’ নামকরণ করা হয়েছে।
জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে নাম রাখা হয় ‘যমুনা সেতু’।
(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এসএস/এজে)

মন্তব্য করুন