মোটিফে আগুন দেওয়া দুর্বৃত্ত শনাক্ত, শোভাযাত্রার আগেই সুসংবাদ: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৫, ১৪:৩৭| আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৫:৩০
অ- অ+

চারুকলায় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

“আগামীকাল আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই” সুসংবাদ পাওয়া যাবে বলেও জানান তিনি।

রবিবার রাজধানীর রমনা বটমূলে আয়োজিত 'পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া’ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, “নববর্ষে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে নির্মিত স্বৈরাচারের মুখাবয়ব মোটিফে আগুন দেওয়ার ঘটনায় দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রার আগেই আপনারা সুসংবাদ পাবেন বলে আশা করছি।”

পহেলা বৈশাখ ঘিরে কোনো আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, সিসিটিসি কাজ করছে। আমাদের কোনো ঝুঁকির কথা জানানো হয়নি।”

চারুকলায় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “এটা আমরা তদন্ত করছি। মামলা চলমান রয়েছে। তাই এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না। আসামি গ্রেপ্তারের পর বিস্তারিত বলব।”

এসময় তিনি আনন্দ শোভাযাত্রায় ব্যবহৃত রুট ও কোন কোন স্থান থেকে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করা যাবে সে বিষয় তুলে ধরেন। এছাড়া কোন সড়ক ব্যবহার করে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে সে বিষয়টিও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা