পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে উদযাপনে কঠোর নজরদারি, সারা দেশে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৫, ১৬:২০
অ- অ+

আগামীকাল বাংলা নববর্ষের প্রথম দিন। এই উৎসবকে শান্তিপূর্ণভাবে উৎযাপনে ঢাকাসহ সারা দেশে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুত রয়েছেন তারা।

রবিবার সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শাহবাগ, রবীন্দ্র সরোবর, মানিক মিয়া এভিনিউ, হাতিরঝিলসহ যেসব জায়গায় জনসমাগম বেশি হবে, সেখানে র‌্যাব ও পুলিশের পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।’

নিরাপত্তার বিষয়ে কোনো ঝুঁকি নেই বলেও জানান র‌্যাব ডিজি।

এদিকে পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক ব্রিফিংয়ে বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে ঢাকায় ১৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে। ঢাকাকে ২১টি বিভাগে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া এনামুল হক সাগর বলেন, ‘পহেলা বৈশাখ শান্তিপূর্ণ ও আনন্দময়ভাবে উদযাপনে আমরা ইতোমধ্যেই দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি স্থানকে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট এবং বরিশালের মতো প্রধান শহরগুলিতে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে, আমরা সতর্ক আছি।’

বাংলাদেশ পুলিশের মুখপাত্র সাগর বলেন, পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য ঢাকা এবং দেশের অন্যান্য স্থানে ইতোমধ্যেই ইউনিফর্ম এবং সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক আইন প্রয়োগকারী সংস্থা মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে বিশেষ করে বড় শহরগুলিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে পহেলা বৈশাখ উদযাপনের প্রধান আকর্ষণ ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

এদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)ট্রাফিক ব্যবস্থাপনা এবং পহেলা বৈশাখের শোভাযাত্রাকে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য দুটি পৃথক নির্দেশিকা জারি করেছে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা