পাংশায় দেশীয় পাইপগানসহ তাজা কার্তুজ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৫, ১৭:২১
অ- অ+

রাজবাড়ীর পাংশা থেকে একটি দেশীয় পাইপগানসহ দুটি তাজা কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব।

রবিবার ভোরে পাংশা থানাধীন গঙ্গানন্দাদিয়া এলাকা থেকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুরের সদস্যরা পাইপগান ও কার্তুজগুলো জব্দ করে।

এদিন র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ভোরে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে রাজবাড়ীর পাংশা থানাধীন গঙ্গানন্দাদিয়া এলাকা থেকে একটি দেশীয় পাইপগানসহ দুটি তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা