ইবিতে গুচ্ছভুক্ত ‘সি ইউনিটের’ উপস্থিতি ৯৬.১৮ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি ইউনিটের’ (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে ১ হাজার ৩১০ জন শিক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ২৬০ জন এবং উপস্থিতির হার ৯৬.১৮ শতাংশ।
পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান ফটকের সামনে বিভিন্ন সেবা কেন্দ্র এবং পরে পরীক্ষার হল পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ–উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হকসহ প্রমুখ।ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ক্যাম্পাসে মোতায়েন করা হয় পুলিশ, র্যাব, আনসার সদস্য ও ভ্রাম্যমাণ আদালত। শিক্ষার্থীদের সহযোগিতায় প্রক্টরিয়াল বডি, বিএনসিসি, রোভার স্কাউট, স্বাস্থ্য ও তথ্য কর্নার এবং ছাত্র সংগঠনগুলোর সাহায্য কেন্দ্র সক্রিয় ভূমিকা রাখে।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘এবারের সি ইউনিটের ভর্তিচ্ছুদের উপস্থিতি খুবই সন্তোষজনক। শিক্ষার্থীরাও এবারের পরীক্ষা দিতে এসে খুবই খুশি। তারা বলেছে, প্রশ্ন খুবই মানসম্মত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই সন্তোষজনক। আমরা কোনো অভিযোগ পাইনি যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ আজকের পরীক্ষা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।’
(ঢাকা টাইমস/২৫এপ্রিল/এসএ)

মন্তব্য করুন