বগুড়ায় বৈষম্যবিরোধী নেতাকে মারধরের অভিযোগ 

বগুড়া প্রতিনিধি
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১০:০৬
অ- অ+

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। বর্তমানে রিয়াদ মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ ঘটনা ঘটে।

রিয়াদ বগুড়ার গাবতলী উপজেলার শালুকগাড়ী এলাকার বাসিন্দা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক।

এ বিষ‌য়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলার আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, ঘটনার সময় রিয়াদ খেলার মাঠে আড্ডা দিচ্ছিলেন। এ সময় জেলা বিএনপির সদস্য ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের ছেলে সিফাতের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিফাত রিয়াদের মাথায় আঘাত করে পাশের মসজিদের ভেতরে আশ্রয় নেন। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মসজিদের সামনে অবস্থান নেন। খবর পেয়ে সদর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

মাহমুদুল হাসান আরও বলেন, “পুলিশের উপস্থিতিতেই অভিযুক্ত সিফাতকে উদ্ধার করে নিয়ে যান তার বাবা ফারুকসহ কয়েকজন বিএনপি নেতা। এতে আমরা ক্ষুব্ধ।”

এ বিষয়ে সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, “মারধরের ঘটনা শুনেছি। পুলিশের উপস্থিতিতে অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছে কি না, সে বিষয়ে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দৌলতপুরে পদ্মায় টর্নেডো, ভিডিও ভাইরাল
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা