ডাকাতিয়ায় গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫৬
অ- অ+

চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সৌম্য দ্বীপ সরকার আপন (১৭) নামে কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

রবিবার দুপুরে ওই এলাকায় গোসল করতে নেমে সাঁতার কেটে যাওয়ার সময় বাল্কহেডের প্রচন্ড ঢেউয়ের মধ্যে তলিয়ে যান আপন।

নিখোঁজ আপন শহরের মিশন রোড এলাকার বাসিন্দা। তার বাবা মানিক রঞ্জন সরকার হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপন শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

নদীতে তলিয়ে যাওয়ার পর স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস চাঁদপুরের নৌ ইউনিটের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত আপনকে উদ্ধারের চেষ্টা চালায়।

স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে আপন তার বন্ধুদের সঙ্গে ডাকাতিয়া নদীতে গোসল করতে আসে। তারা সাঁতার দিয়ে নদীর এপাড় থেকে ওপাড় যাওয়ার চেষ্টা করে। এ সময় নদীর মাঝখান দিয়ে একটি বালু বোঝাই বাল্কহেড যাওয়ার সময় প্রচন্ড ঢেউয়ে আপন নদীতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা তীরে উঠলেও আপন নিখোঁজ হয়।

নিখোঁজ কলেজছাত্রের মা শান্তা সরকার বলেন, বাসা থেকে না বলে আপন বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে চলে যায়। সে অল্প অল্প সাঁতার পারে। ছেলের খোঁজ পেতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহম্মদ বলেন, বেলা আড়াইটায় আমরা নিখোঁজের সংবাদ পাই। ২.৫৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। সন্ধ্যা ৭টা ৭ মিনিট পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত ছিল। নিখোঁজ কলেজছাত্রের সন্ধান না পেয়ে কার্যক্রম বন্ধ করা হয়।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে উদ্ধার কার্যক্রমে কোস্টগার্ডের ডুবুরি দলও ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিলে আজও (সোমবার) উদ্ধার কার্যক্রম চলবে।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা