দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ২০:২১
অ- অ+

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশ ও মাটিকে ভালোবাসে তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আলী আহমাদ মাবরুর রচিত ‘মাওলানা আব্দুস সুবহান রহ: তৃণমূল থেকে শীর্ষে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান ইচ্ছা করলে যে কোন দেশে আশ্রয় নিতে পারতেন। কিন্তু তিনি তার প্রিয় দেশ ছেড়ে যাননি। তিনি সহজেই মানুষকে আপন করে নিতেন। অপূর্ব কোয়ালিটি ছিল তার, যা আমিও অর্জন করতে পারব না।’

জামায়াত আমির আরও বলেন, ‘মাওলানা আব্দুস সুবহান কখনো পরিবেশ দ্বারা প্রভাবিত হতেন না, শান্ত থাকতেন। জেলে গিয়ে তার সঙ্গে থাকার সুযোগ হয়েছে। সেখানে সিনিয়র লিডারদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে শালিসের গুরুদায়িত্ব পালন করেছেন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘মাওলানা আব্দুস সুবহান কনডেম সেলে ছিলেন। তার ফাঁসির রায় হয়ে আছে। অথচ তার কোন পরোয়া নেই। জেলের সব মানুষ তাকে সম্মান করতেন আর আফসোস করতেন যে, তার মত মানুষকে জেলে থাকতে হচ্ছে।’

গোলাম কবির হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, শামীম সাঈদী, ব্যারিস্টার নাজিব মোমেন, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক নায়েবে আমির ও পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আবদুস সোবহান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশপ্রেম ও পেশাদারিত্ব যখন অপরাধ হয়ে ওঠে: রাষ্ট্রদূত সুফিউর রহমানের নীরব কূটনৈতিক যুদ্ধ
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
ট্রেন মিস করলেন তাবিথ আউয়াল?
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে বিএনপির শোকজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা