সিরাজগঞ্জে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইটের আঘাতে মুখমণ্ডল থেতলে দেওয়া এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে অবস্থিত হাইওয়ে রেস্ট হাউজের পেছনের ফাঁকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সলঙ্গা থানার এসআই পুলক সরকার।
নিহত আরাফাত হোসেন (৪০) উপজেলার চড়িয়া কালিবাড়ি এলাকার সিল্কসিটি হোটেলের কর্মচারী ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলায়। রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকার এক নারীকে বিয়ের সূত্রে তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন এবং হোটেলে কাজ করতেন।
এসআই পুলক সরকার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হোটেলে কাজ করার কথা বলে শ্বশুর বাড়ি থেকে বের হন আরাফাত। পরে শুক্রবার সকালে ঘটনাস্থলে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।
এসআই পুলক আরও জানান, নিহতের মুখমণ্ডল ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।(ঢাকা টাইমস/২৩মে/এসএ)

মন্তব্য করুন