ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৫, ১৩:৫২| আপডেট : ২৪ মে ২০২৫, ১৪:২৬
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বিচি গলায় আটকিয়ে আবু বক্কর নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে মৃত শিশুর নানা বাড়ি নবীনগর উপজেলার ভৈরবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু আবু বক্কর নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের হাওলাদার বাড়ির তারেক জিয়ার ছেলে।

মৃত শিশুর নানি শিল্পী বেগম জানান, আমার মেয়ে ঝুমা আক্তার ও তার ছেলে আমাদের বাড়িতে বেড়াতে আসে। সকালে উঠানে সে খেলা করছিল তখন বাজার থেকে তার নানা লিচু এনে আবু বক্করকে খেতে দেয়। পরে লিচু খাওয়ার সময় লিচুর বিচি তার গলায় আটকিয়ে যায়। আমরা দেখে স্থানীয় চিকিৎসকের কাছে গেলে তিনি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লব মিয়ার ছেলে মো. লিটন মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।

জানা যায়, শনিবার সকালে পাশের বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বৈদ্যুতিক শক লাগে লিটনের। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মো. শাকিল চিকিৎসা নিতে আসা শিশু আবু বক্কর ও লিটন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/২৪মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে, না করলে দিতে হবে বন্ড সই: ইশরাক
আবারও গোয়াফেস্ট-এ মিডিয়া অ্যাবি অ্যাওয়ার্ড জিতলো এশিয়াটিক মাইন্ডশেয়ার
স্ট্যান্ডার্ড ব্যাংকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
সিটি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন আশানুর রহমান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা