ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বিচি গলায় আটকিয়ে আবু বক্কর নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে মৃত শিশুর নানা বাড়ি নবীনগর উপজেলার ভৈরবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু আবু বক্কর নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের হাওলাদার বাড়ির তারেক জিয়ার ছেলে।
এদিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লব মিয়ার ছেলে মো. লিটন মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার সকালে পাশের বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বৈদ্যুতিক শক লাগে লিটনের। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মো. শাকিল চিকিৎসা নিতে আসা শিশু আবু বক্কর ও লিটন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকা টাইমস/২৪মে/এসএ)

মন্তব্য করুন