আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপ একই স্থানে সভা আহ্বান, ১৪৪ ধারা জারি

বিএনপির দুই গ্রুপ একই স্থানে সভা আহ্বান করায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। যে কোনো উদ্ভূত পরিস্থিতি ঠেকাতে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা সদরে এই নিষেধাজ্ঞা জারি রয়েছে।
আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে রায়হানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আলফাডাঙ্গা চৌরাস্তার মোড়ে বিএনপির নাসির গ্রুপ এবং ঝুনু গ্রুপ পৃথক সভার ডাক দেয়। সোমবার সকালে উভয় পক্ষের নেতাকর্মীরা নির্দিষ্ট দূরত্বে জড়ো হতে শুরু করলে সংঘাতের আশঙ্কা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আলফাডাঙ্গার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় চৌরাস্তা ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
পুলিশ জানিয়েছে, বেলা ১১টা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
১৪৪ ধারা জারি সত্ত্বেও ঝুনু গ্রুপের সমর্থকরা আলফাডাঙ্গা বাজারসংলগ্ন ব্রিজ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।
(ঢাকাটাইমস/২৬মে/এসএস/এফএ)

মন্তব্য করুন