বাংলাদেশে ‘পুড়ছে’ ইংলিশ ক্রিকেটাররা!

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৬, ১১:২৭

এক মাসের সিরিজ খেলতে বাংলাদেশে এসে আবহাওয়াকে আগুনের সঙ্গে তুলনা করেছেন ইংলিশ ক্রিকেটার জনি ব্যারিস্টো। ডেইলিমেইলে লেখা নিজের কলামে তিনি জানিয়েছেন, দিনে ছয় হাজার ক্যালরি ঝরে যাচ্ছে তার শরীর থেকে।

এই অক্টোবর এমনিতে উষ্ণতা নিয়ে হাজির হয়েছে। গত তিন দশকে কোনো অক্টোবর মাস এমন উষ্ণ হয়নি। অন্যদিকে ইংল্যান্ডে শীত মৌসুম আসন্ন।

‘প্রথম ম্যাচের আগে আমাদের হাতে একদিন সময় ছিল। এই ধরনের কন্ডিশনে এই সময়ের ভেতর মানিয়ে নেয়া আমাদের জন্য কঠিন। কঠিনতম একটি ওয়ানডে সিরিজ অপেক্ষা করছে আমাদের জন্য। বিশেষ করে ফিল্ডিং।’

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল। এরপর শেষ দুই ম্যাচ হবে ৯ ও ১২ তারিখ।

গত বছর দুবাইতে খেলে গেছে ইংল্যান্ড। সেখানে তখন তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির মতো। সেই স্মৃতি স্মরণ করে ব্যারিস্টো বলছেন, ‘ওই পাশবিক স্মৃতির কথা এখানে এসে আমার মনে পড়ছে।’

জনি ব্যারিস্টো অনুশীলনের সময় হাতে ফিটবিট ঘড়ি পরছেন। যাতে ক্ষয়ে যাওয়া ক্যালোরির হিসাব রাখতে পারেন।

‘ম্যাচের সময় প্রথমবারের মতো আমার ফিটবিট ঘড়ে পরেছিলাম। আমি পুড়ছি। পিঠে সবাই জিপিএস প্যাক বাঁধছি, যাতে মাঠে কতটুকু দৌড়াতে পারি সেটা হিসাব করা যায়।’

বাংলাদেশের আবহাওয়ার বর্ণনা দিতে যেয়ে তিনি লিখেছেন, ‘৩ ঘণ্টা ৫৪ মিনিটের পোড়া সেশনে আমরা অস্থির। গোটা দিনে আমি ছয় হাজার ১০০ ক্যালোরি হারিয়েছি। এই হিসাব দেখেই বুঝতে পারছেন এখানে টিকতে হলে আপনাকে কী পরিমাণ খেতে হবে আর পান করতে হবে। আর যদি হয় ৫০ ওভারের খেলা!’

ওয়ানডে সিরিজের পর টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। টেস্টে বেশি সময় মাঠে থাকতে হবে বলে চিন্তায় এখনি অস্থির এই ইংলিশ উইকেটরক্ষক, ‘৯০ ওভারের খেলায়ও আমাকে ফের এটা সহ্য করতে হবে। কিপিং এবং ব্যাটিং করার পর আমার কী অবস্থা হবে সে কথা ভাবছি।’

এত কিছুর পরও ব্যারিস্টো বলছেন, ‘ভারতীয় উপমহাদেশের মতো অঞ্চলে আসলে এটা মেনে নিতে হয়। সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে উপভোগ করতে হয়।’

(ঢাকাটাইমস/৬অক্টোবর/এএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :