গাজীপুর সাফারি পার্কে ঈদের তৃতীয় দিনও ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়

গাজীপুর সাফারি পার্কে ঈদে তৃতীয় দিনও ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত পার্কের বিভিন্ন ইভেন্ট উপভোগ করতে দর্শনার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
টাঙ্গাইলের সখিপুর থেকে আসা আসমা আক্তার বলেন, দীর্ঘদিন পর উন্মুক্ত পরিবেশে আমার ছেলের বউ ও সন্তানদের নিয়ে পার্কে এসে বিভিন্ন প্রজাতির প্রাণী দেখে আমি মুগ্ধ হয়েছি, এর আগে আমি ঢাকা চিড়িয়াখানায় গিয়েছিলাম কিন্তু এমন উন্মুক্ত পরিবেশে ওইখানে প্রাণী দেখতে পারি নাই । সাফারি পার্কে খালি জায়গায় থাকায় উন্মুক্ত পরিবেশে প্রাণীগুলো দেখতে পাচ্ছি। তাছাড়া পার্কের পরিবেশও অনেক ভালো।
পার্কে ঘুরতে আসা জামালপুরের দেওয়ানগঞ্জের বশির আহমেদ বলেন, কোর সাফারিতে লাইনের দাঁড়িয়ে গাড়িতে করে বিভিন্ন প্রাণী দেখে আনন্দের মাত্রা অনেক বেড়ে গেছে, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এসেছি এই পার্কে । মুক্ত পরিবেশে বড় বড় বাঘ-সিংহ-ভালুক দেখতে পেয়েছি। খুব ভালো লেগেছে।
সাফারী পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ঈদ আনন্দে পার্কে আসা দর্শণার্থীদের নিরাপত্তা ও আনন্দের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ পার্কের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে। এছাড়া কোর সাফারী পার্কে দর্শনার্থীদের বিনোদনের জন্য সাতটি অবজারভেশন গাড়ি চলাচল করছে। আমরা দর্শনার্থীদের বিনোদনের জন্য পুরো পার্কটি প্রস্তুত রয়েছে। তবে এবার যে এত পরিমাণ দর্শনার্থী আসবে তা আমাদের ধারণার বাইরে ছিল। সোমবার ঈদের দিনও পার্কে প্রায় ১২হাজার দর্শনার্থীর আগমন ঘটেছিল। গতকাল মঙ্গলবার ১৬ হাজার ১০০ জন দর্শনার্থী আগমন ঘটছিল । আজ বুধবার তিনি আশা করছেন আরও বেশি দর্শনার্থী আগমন হবে।
পার্কের মূল গেটে প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ টাকা, অপ্রাপ্ত বয়স্ক ১২বছরের নিচে জনপ্রতি ২০ টাকা, ছাত্র-ছাত্রী ১০ টাকা ও বিদেশি পর্যটকদের জনপ্রতি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও কোর সাফারীতে প্রবেশ ফি প্রাপ্ত বয়স্ক ১৫০ টাকা, ছাত্র-ছাত্রী ও অপ্রাপ্ত বয়স্ক(১২ বছরের নিচে) ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন