কুষ্টিয়ায় ২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৫, ১৬:১৩| আপডেট : ২২ জুন ২০২৫, ১৬:১৮
অ- অ+

কুষ্টিয়ায় ২ কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘শনিবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত কুষ্টিয়া শহরের পৌর বাজারে একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩ হাজার ৮৪৪ কেজি অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি সাত লাখ ৬৬ হাজার টাকা।

এ সময় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা মৎস্য অফিসার এবং কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে জব্দ করা অবৈধ জাল জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

(ঢাকা টাইমস/২২জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ বছর কোমায় থাকার পর না-ফেরার দেশে সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র
গাজায় ইসরায়েলি হামলায় ১১৬ ফিলিস্তিনি নিহত, অপুষ্টিতে ভুগছে ১৭ হাজার শিশু
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা