গোপালগঞ্জ আ.লীগের নেতা ঢাকায় গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
  প্রকাশিত : ২৭ জুন ২০২৫, ১৭:৩১
অ- অ+

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেপ্তার করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

আজ শুক্রবার (২৭ জুন) তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

এর আগে গত রাতে চীন থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

গোপালগঞ্জ সদর থানার ওসি জানান, কামরুজ্জামান ভূঁইয়া লুটুল চীন থেকে ঢাকায় ফেরার পরই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে নিয়মিত প্রক্রিয়ায় তাকে গোপালগঞ্জে আনা হয়।

আজ দুপুরে শওকত আলী দিদার হত্যা মামলায় লুটুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

(ঢাকাটাইমস/২৭জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা